
চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় দুই গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাতে আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী মার্কেটস্থ বাজারের ডাস্টবিনের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হানিফ (৩৫)এবং মোঃ হালিম (২৯)। তারা আপন ভাই। তন্মধ্যে বড় ভাই গাঁজা কিনে আনেন। আর ছোট ভাই সে গাঁজা বিক্রি করেন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পাঠক ডট নিউজকে বলেন-‘গোপন সংবাদের ভিত্তিতে দুই ভাই।গ্রেফতার করা হয়। তারা এক ভাই গাঁজা কিনে আনে। অপর ভাই বিক্রি করে। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।