
বাংঁলাদেশের মানুষ আল জাজিরা থকে মুখ ফিরিয়ে নিয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শীর্ষক যে মিথ্যা এর পেছনে এ দেশীয় ষড়যন্ত্রকারী কারা তা তদন্ত করে দেখা হচ্ছে।আল জাজিরার নিউজ থেকে বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরও যারা এ মিথ্যা নিউজ প্রচার করেছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। কেন মিথ্যা বানোয়াট নিউজ তারা প্রচার করেছে সেগুলোর উদ্দেশ্য কী তা খতিয়ে দেখছে সরকার ।
তিনি আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) নগরীর ষোলশহর দুই নম্বর গেটে ৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়েন নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ভবন উদ্বোধন শেষে নাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

কারাবন্ধি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুশতাক কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করেন। তার মৃত্যু স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক ময়নাতদন্ত করা হবে।
তার মৃত্যু স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক ময়নাতদন্ত করা হবে।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই কার্যালয়ের মাধ্যমে চট্টগ্রাম চট্টগ্রাম জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে। চট্টগ্রাম শহরের সুবিধাজনক স্থানে হওয়ায় পুরো জেলা তদারকিতেও সহজ হবে। সরকার বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিক বিশ্বের অন্যতম একটি বাহিনীতে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে।’
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এ বি এম ফজলে করিম চৌধুরী, মোসলেম উদ্দিন চৌধুরী, আবু রেজা নদভী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আনোয়ার হোসেন এবং সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।