
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পৌরসভার শাহদান্দ আউলিয়া মাজার গেইটের সামনে দ্রতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভি সেন (২৪) নামের এক যুবকদের মৃত্যু হয়েছে। সাথে থাকা অপর আরোহী ও গুরতর আশংখাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শাহ চাঁদ আওলিয়া মাজার গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি সেন (২৩) পটিয়া পৌরসভার ২ নং ওয়াডের সূচক্রদন্ডী এলাকার রুনু সেনের ছেলে বলে জানা গেছে এবং আশংঙাজনক অবস্থায় থাকা সুজন মিত্র একই গ্রামের এম কে মিত্রের ছেলে।
প্রত্যক্ষদর্শী ভ্যান চালক রফিক জানান, আমি একটি মোটরসাইকেল সহ দুইজনকে রাস্তায় পড়ে থাকতে দেখতে দেখে দ্রুত আরো কয়েক জন মিলে তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কি গাড়ি তাদের ধাক্কা দিয়েছে তিনি তা দেখিনি।
এদিকে পটিয়া হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ রাজিব দে জানান, রাত সাড়ে নয়টার পরে কয়েকজন লোক দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন তাদের একজনকে আমরা মৃত অবস্থায় পাই। ধারনা করা হচ্ছে ঘটনাস্থলেই সে মাথার ডান দিকে থেঁতলে যাওয়াতে মারা যান । আরেকজনেরও অবস্থা আশংখাজনক হওয়ায় থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার ও অবস্থা গুরতর।