
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের ড্রেন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আগ্রাবাদের কেরানি বাড়ি পুরাতন কবরস্থান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মো. ফারুক (৩৫)। তিনি বিয়ের গাড়ি -বাড়ি সাজানোর কাজ করতেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ডবলমুরিং থানার পুলিশ ও সিআইডি টিম সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে। তিনি ববলেন, প্রাথমিকভাবে `আমরা ধারণা করছি, নেশাগ্রস্ত হয়ে সে মারা গেছে।’ এটি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারুক অন্যান্য দিনের মত গতকালও কর্মস্থলে গিয়েছিলেন। কিন্ত সকালে নালায় লাশ দেখে স্থানীয়া পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।