ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লকডাউনে নগরীতে ১০ ম্যাজিস্ট্রেটের অভিযানে ২৪ মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নে ৫ দিনে নগরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ৪১ মামলায় মোট ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে সচেতনতার জন্য এক হাজার মাস্ক বিতরণ করা হয়।

অভিযান চালিয়ে তারা বিভিন্ন অপরাধে ২৪টি মামলা করেছেন। এসব মামলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ হাজার ৭শ টাকা জরিমানাও আদায় করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন। তিনি ৩টি মামলায় ১৭শ টাকা অর্থদণ্ড আদায় করেন। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় ১ হাজার টাকা অর্থদণ্ড করেন। কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ৭টি মামলায় দেড় হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ৩টি মামলায় ১২শ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক কোতোয়ালী ও নিউমার্কেট এলাকায় ১টি মামলায় ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় ৮টি মামলায় ১ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় ১টি মামলায় ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক খুলশী, বায়েজিদ ও চান্দগাও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসাধারণকে সচেতন করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন।

এছাড়াও সন্ধ্যার পর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ও প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print