
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি আশ্রয়ণ প্রকল্পে (গুচ্ছগ্রামে) ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের পাশে দাড়িয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আহসান হাবীব জিতু। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, কম্বল ও ঢেউটিন প্রদান করেছেন।
রবিবার (১৮ এপ্রিল) অগ্নিকান্ডের খবর পেয়ে মাগরিবের পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুঁড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ ক্ষতিগ্রস্থদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বাবর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম রিফাত ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রাহাত বিন নাছির প্রমুখ।
একইদিন ১৮ এপ্রিল রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার চুনতি আশ্রয়ণ প্রকল্পের এক নম্বর ব্লকের বাসিন্দা ফরিদুল আলমের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দশটি বাড়ি পুঁড়ে ছাই হয়ে যায়।