
সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘোষিত দেশব্যাপী চলমান কঠোর ‘লকডাউন কেমন চলছে’ তা দেখতে বেরিয়ে চট্টগ্রামে আটক হয়েছে ২১ জন। জব্দ করা হয়েছে ৫টি গাড়ি। মামলা দায়ের করা হয়েছে ১০ গাড়ির বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড়ে এসব আটক করা হয়। লকডাউনের প্রথম দিন আগ্রাবাদ এলাকা পরিদর্শনে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সানা শামিমুর রহমান। এসময় উপ কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ, এসি ডবলমুরিং মাহমুদুল হাসান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আজ সকাল থেকেই একটি চেকপোস্ট ও ৫ টি টহল টিমের মাধ্যমে আমরা লকডাউন কার্যকরের চেষ্টা করছি। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের আমরা গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করছি। পাশাপাশি অকারণে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। ‘লকডাউন কেমন চলছে’ দেখতে বের হয়ে ২১ জনকে আটক করা হয়েছে। একই সময় ৫ টি গাড়ি আটক ও ১০ টি গাড়ির বিরুদ্ধে মামলাও করা হয়েছে। লকডাউন কার্যকরে এমন অভিযান অব্যাহত থাকবে।

ওসি মহসীন বলেন, লকডাউনে জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের আমরা গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করছি। সকাল থেকেই একটি চেকপোস্ট ও ৫টি টহল টিমের মাধ্যমে আমরা লকডাউন কার্যকরের চেষ্টা করছি। অকারণে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।