
নগরীর বন্দর থানা মাইলের মাথা এলাকার একটি ভবনে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় রণি নামে এক যুবককে আটক করেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ২নং মাইলের মাথা এলাকাস্থ জমির ভিলার পাশে একটি ভবনে এ ধর্ষণের ঘটনা ঘটে।
আটক মোঃ রনি (২২) ওই ভবনের ৫ম তলার বাসিন্দা শাইনু খাঁনের ছেলে। তার গ্রামের বাড়ী বরগুনা কাঠালিয়া বরিশাল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) নিজাম উদ্দিন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন-বিকালে মাইলের মাথা এলাকায় একটি ভবনে ৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ করে তার অভিভাবকরা। পরে স্থানীয়দের সহায়তায় রণি নামে এক কিশোরকে আমরা আটক করে থানায় এনছি। মামলার প্রক্রিয়া চলমান। ভিকটিম শিশুকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায় বিকেলে কিশোর রণি শিশু কলিকে (ছদ্ম নাম) কে একা পেয়ে আদর করার ছলে তার রুমে নিয়ে ধর্ষণ করতে থাকলে তার চিৎকারে প্রতিবেশি ছুটে যায়। এসময় রণি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পিটুনী দেয়। পরে পুলিশে সোপর্দ করে।
ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার পুলিশ টিম (উপ-পরিদর্শক ) বিকাশ জানান, খবর পেয়ে আমরা এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত রণিকে আটক করা হয়েছে। আহত শিশু কলিকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসি সেন্টার ভর্তি করা হয়েছে।
ভবনের ইনচার্জ মোঃ মিজান বলেন, শিশু কলির পিতা-সোলাইমান, মা- বিবি ফাতেমা গার্মেন্টস ফ্যাক্টুরী চাকুরী করেন। বাসায় একা পেয়ে ওই যুবক রণি এ কাজ করেছে।