
চট্টগ্রামে এক যাত্রীর মোবাইল ছিনতাই করার অভিযোগে ডিউক মন্ডল (৩৪) নামের এক উবার চালককে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে নগরীর বন্দর থানার নিউমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। িএসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোটর সাইকেলটি।
গ্রেফতার উবার চালক ডিউক বরিশাল জেলার আগৈলঝাড়া মণ্ডল বাড়ীর বিধুরান মণ্ডলের ছেলে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন পাঠক ডট নিউজকে বলেন, ডিউক রাইড শেয়ারিং করেন। গত ৫ জুলাই গন্তব্যে যেতে তার মোটরসাইকেলে উঠেন চিন্ময় সাহা। গাড়িটি আগ্রাবাদ সিডিএ ১ নং এলাকায় পৌঁছলে ডিউক ফোন করবেন বলে চিন্ময়ের মোবাইলটি একটু দিতে বলেন। চিন্ময় মোবাইল দিয়ে ভাড়ার টাকার জন্য মানিব্যাগে হাত দিতেই ডিউক গাড়ি চালু করে দেন। চিন্ময় বুঝতে পেরে মোটরসাইকেলের পেছনে ধরে ফেলেন। কিন্তু ডিউক তাকে টেনে হিঁচড়ে গেলে এক পর্যায়ে তিনি গাড়ি ছেড়ে দেন। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্তও হন।
প্রযুক্তির সহায়তায় গতকাল রাত ১২ টার দিকে নিউমুরিং এলাকা থেকে ডিউককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।