
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে আব্দুল মান্নান নামের এক প্রবাসী গোপনে দেশে এসে দ্বিতীয় স্ত্রী লাকী আক্তার (৩০)কে শ্বাসরোদ্ধ হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভার কলেজ রোড এলাকার মহিউদ্দিন জসিমের বাড়ি সংলগ্ন বাসা থেকে পুলিশ লাকীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত লাকী আক্তার মীরসরাই ১৪নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত শুক্কুর আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রবাসী আব্দুল মান্নানের সাথে লাকী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা বিয়ে করেন। পরে পৌরসদর এলাকায় একটি ভাড়া বাসায় লাকীকে রেখে সে প্রবাসে চলে যায়। তার আরও একটি স্ত্রী রয়েছে।
এই বিষয়ে লাকী আক্তারের বড় ভাই মুজিবুল হক জানান, বুধবার রাতে আমার বোন লাকী আক্তার আমার বড় বোনকে মুঠোফোনে জানান, তার স্বামী বিদেশ থেকে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে পাশের ভাড়াটিয়া দরজা খোলা দেখে ভিতরে দেখতে পায় খাটের উপর আমার বোনের লাশ পড়ে আছে।
সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সকালে পৌরসভার কলেজ রোড এলাকায় পাশের ঘরের এক ভাড়াটিয়া আমাকে ফোন করে খবর দেন, তাদের পাশের ঘরে প্রবাসীর স্ত্রীর লাশ পড়ে আছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। তবে ধারণা করছি প্রবাসী আব্দুল মান্নান রাতে এসে যেকোন সময় তার ২য় স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে হত্যার পর পালিয়ে গিয়েছে। আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেব।