
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন আগ্রাবাদ ডিটি এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ৬টি গাড়ি আগুন নির্বাপণ করছে। প্রায় ২ ঘন্টার আগুনে অর্ধশত বস্তিঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। সকাল ৬টার দিকে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস।
আগুনে অন্তত অর্ধশত বস্তিঘর পুড়ে গেছে বলে জানায় বস্তিবাসীরা।
তবে বস্তিতে আগুনে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার উৎস জানাতে পারেনি ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার পাঠক ডট নিউজকে বলেন, আগ্রাবাদ ডিটি রোড়ের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ৫টি গাড়ি গেছে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ক্ষয়ক্ষতি কি হয়েছে তা নির্ণয় করা যায়নি।