
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা.আব্দুল্লাহিল কাফি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।
শুক্রবার রাত ৩টা ২০ মিনিটের সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
মরহুম ডাঃ এম এ কাফি মুক্তিযুদ্ধের সংগঠক ও শিক্ষাবিদ মরহুম এম এ মামুন এর ছোট ভাই এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ এর পিতা।
এদিকে ডাঃ এম এ কাফি’র মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন। বাদে আসর মরহুমের নামাযের জানাযা উনার গ্রামের বাড়ী সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় অনুষ্ঠিত হবে।