
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় জেলার কর্ণফুলী উপজেলায় তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আকতার।
গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আকতার।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি শিরীন আকতার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কর্ণফুলী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ অনুসারে তিন চেয়ারম্যান পদপ্রার্থীর ১১ সমর্থককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে।
জানা গেছে, নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন করে একাধিক মাইক, অফিসে আলোকসজ্জা ও খাবার বিতরণ করায় শিকলবাহা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল করিম ফোরকানের ৫ সমর্থককে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের আলমের দুই সমর্থককে ২০ হাজার টাকা ও চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সোলায়মান তালুকদারের চার সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।