
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনিতে অগ্নিকাণ্ডে রিজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আগুন লাগার পর মেয়ে ঘর থেকে বের হতে পারলেও মা রেজিয়া বেগম আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তবে মাকে বাঁচানোর চেষ্টাকালে মেয়ে খাদিজা বেগম সেফি (৪০) অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) ভোরে সিডিএ বি-বক্ল রেল লাইন সংলগ্ন বস্তিতে এ ঘটনা ঘটে। আগুনে একটি লম্বা ৫ কক্ষের টিনের ঘরে পুড়ে গেছে।
নিহত রাজিয়া বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাও এলাকার ফজলুল হকের স্ত্রী।
আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন পাঠক ডট নিউজকে বলেন, আগুনে মারা যাওয়া নারীর মরদেহ আমরা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই। তার মেয়েক খাদিজাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায় ভোরে নিজঘরে আগুন লাগার পর ঘুমে থাকা রেজিয়া ও তার মেয়ে আটকা পড়ে। এলাকার লোকজন দ্রুত মেয়েকে বের করে আনতে পারলেও তার মা আটকা পড়ে। প্রাণে বাঁচতে তিনি চৌকির নিচে ঢুকে যান। কিন্তু বাঁচতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে চৌকির নিচ থেকে রিজিয়া বেগমের মরদেহ উদ্ধার করেন তারা।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনামুল হক বলেন, বিশ্ব কলোনির ৫টি কাঁচা ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে রেজিয়া নামে এক মহিলার মৃত্যু হয়। আমরা লাশ আকবরশাহ থানা ওসির কাছে হস্তান্তর করি।