
চট্টগ্রামে চেক প্রতারণার মামলায় গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে পাঁচলাইশ থানা পুলিশ পাচঁলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে শাকিল আহমেদ তানভীর (৪৫) নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামি তানভীরের বিরুদ্ধে আদালতে সাত কোটি টাকার অর্থ আত্মসাৎ ও চেক প্রতারণার ৩টি মামলা রয়েছে।এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
শাকিল আহমেদ তানভীর নগরের ও আর নিজাম রোডের আবাসিক এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি নগরীর কোতোয়ালী এলাকায় একটি হোটেল ব্যবসার সাথে জড়িত।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, চেক প্রতারণার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাকিল আহমেদ তানভীরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক ওয়ারেন্ট রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।