
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় আগুন লেগে পুড়ে গেছে দুইটি জুটের গোডাউন।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চরপাড়া এলাকার এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৯টি গাড়ি আগুন নির্বাপণে অংশ নেয়।
নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুপুর দেড়টার দিকে পতেঙ্গার চরপাড়া এলাকার পাশাপাশি দু’টি জুটের গোডাউনে আগুন লেগেছে এমন খবর পেয়ে ৩টি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। বিকেল সাড়ে ৩টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আমরা একটা গোডাউনের মালামাল অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছি। তবে আরেকটি গোডাউনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।’