
জেলার মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন (থ্রি হুইলার) উল্টে গেলে ঘটনাস্থলে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- নসিমন চালক শুক্কুর শব্দকর (৩০) ও চালকের সহকারী মোশাররফ হোসেন বাবুল (৩০)।
নিহত শুক্কর সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাকেশ শব্দকরের পুত্র। তিনি মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সরকারটোলা জলাদশ বাড়িতে শশুর বাড়িতে বাসবাস করতেন। আর মোশাররফ সরকারটোলা এলাকার সুলতার মিস্ত্রী বাড়ির মাহফুজ মিয়ার পুত্র।
মীরসরাই থানার এসআই আমির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহহেতর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর আগে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। এর মধ্যে চালক ঘটনাস্থলে মারা যায়। অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে সিমেন্ট বোঝাই একটি নসিমন (থ্রি হুইলার) আবুতোরাব বাজার এলাকার মাষ্টারপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় চালক ও সহকারী।