
শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও হবে মেট্রো রেল প্রকল্প।
আজ মঙ্গলবার দুপুরে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ঢাকায় কেন শুধু মেট্রো রেল হবে, চট্টগ্রামেও মেট্রো রেল হওয়া উচিত। চট্টগ্রাম বিমানবন্দর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত মেট্রো রেল করো। এটা নিয়ে আমরা আলোচনা করে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেখানে শহরে স্টেশন আর বিমানবন্দর আছে—এই ধরনের বড় শহর যেখানে বিমানবন্দর ও স্টেশন আছে সেখানে মেট্রো রেলের মতো আইডিয়া আমাদের করা উচিত। আজ চট্টগ্রামের বিষয়ে আলোচনা হয়েছে। আগামীতে প্রকল্প আসবে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এটাকে উৎসাহ দেবো।