
স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় অভিযুক্ত ২ নম্বর আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ।
সোমবার রাতে কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান বাবু ঘটনার মূল হোতা আশিকের সহযোগী। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।