
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মো. জাবেদ হোসেন (৩৩) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খাল থেকে জাবেদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা কেউ তাকে হত্যা করে গাড়িটি নিয়ে গেছে।
নিহত জাবেদ উপজেলা চরণদ্বীপ ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ ফজল আলী বাড়ির জাফর আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বাড়িতে ইফতার করে সন্ধ্যায় জাবেদ গাড়ি নিয়ে বের হন। এর পর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার। আজ খালে জাবেদের লাশ পাওয়া গেলেও গাড়িটির হদিস নেই।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, লাশের চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।