
নগরীর ইপিজেড থানাধীন বন্দরিটলা এলাকায় তাজনাহার আক্তার নূপুর (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ৩৯নং ওয়ার্ডর বন্দরটিলা বাজারের পিছনে শফিক বিল্ডিং এর সাত তালায় এ ঘটনা ঘটে।
নিহত নূপুর ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ রাইছা গ্রামের মোঃ তাজুল ইসলামের মেয়ে। তিনি নগরীর পোস্তারপাড় মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
নিহত নূপুরের বাবা তাজুল ইসলাম তার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবী করলেও চাচা মো. ইউছুফ বলেন, বাসায় কোনও পারিবারিক ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। সেহরি খেয়ে ঘুমানোর পর সকালে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে ইপিজেড থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ইপিজেড থানার সেকেন্ড অফিসার নুরুজ্জামান, আত্মহত্যা করা এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক মর্গে রয়েছে। তবে এ ছাত্রী কেন আত্মহত্যা করেছে কারণ জানাতে পারেনি তার পরিবার।