আওয়ামী লীগ প্রার্থীর বিজয় কামনা করে মোনাজাতে অংশ নিয়ে বির্তকের জন্ম দেয়া এবং রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে এবার চট্টগ্রাম থেকে বদলী করা হয়েছে। তাঁর পরিবর্তে নতুন হয়ে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
আজ বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে আরও ২১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে, ২০২১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মো. মমিনুর রহমান।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের মনোনয়নপত্র জমা দিতে গেলে তার বিজয় কামনা করে দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় তিনি প্রার্থীকে পাশে বসিয়ে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তৃতাও করেন।
বক্তব্যে তিনি বলেছিলেন-‘আমি মনে করি যে, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতার সপক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে, তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামায়াত বলি, সবাই নিরাপদ থাকবে। আমি মনে করি, বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিৎ শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।’
প্রজাতন্ত্রের কর্মচারী ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাঁর এই রাজনৈতিক পক্ষপাতমূলক বির্তকিত বক্তব্য সে সময় গণমাধ্যমে প্রকাশ হলে সারাদেশে সমালোচনার ঝড় উঠে এবং ৩ দিনের মাথায় ১৮ সেপ্টেম্বর ডিসি মোহাম্মদ মমিনুরকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন।
এ ছাড়া পরীর পাহাড় থেকে আদালত ভবন ও আইনজীবী সমিতির পাঁচ ভবন অপসারণের চেষ্টার ঘটনায় জেলা আইনজীবি সমিতির সাথে বিরোধে জড়িয়ে এবং উচ্চ আদালতে নিষেধাজ্ঞা না মেনে বার বার জঙ্গল সলিমপুর ও আলী নগর থেকে ছিন্নমূল জনগোষ্ঠিকে উচ্ছেদের ঘটনায় নানাভাবে বির্তকিত হয়ে উঠেন ডিসি মোহাম্মদ মমিনুর রহমান।