
চট্টগ্রামে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এর এক কর্মকর্তা খুন হয়েছে। নগরীর পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া (সুন্নিয়া মাদ্রাসা) নিজাম কলোনিতে গতকাল (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে এই হত্যাকাণ্ডের শিকার হন ইফা কর্মকর্তা আব্দুল মান্নান (৫৮)।
পুলিশ বলছে নিজ স্ত্রী ও সন্তানরা আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল মান্নানের স্ত্রী খাদিজা বেগমকে আটক করেছে।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে গতকাল গভীর রাতে স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তিনি বলেছেন তিনি নিজেই তার স্বামীকে হত্যা করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
নিহত আব্দুল মান্নান ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহত আব্দুল মান্নানের গ্রামের বাড়ী জেলার ফটিকছড়ি উপজেলার বাঘমারা পুকুরের পূর্ব পাশ্বে বুড়িপুকুর পাড় এলাকায় বলে জানা গেছে।