
চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বসতঘর তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার পেশকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে পাঁচ ভাইয়ের বসতভিটা ও
ক্ষতিগ্রস্তরা হলেন-মোহাম্মদ ইলিয়াস, জয়নাল আবেদীন, মোহাম্মদ হানিফ, মো. আজিম ও মোহাম্মদ শহীদ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে পেশকার পাড়ায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও তার আগে মোহাম্মদ ইলিয়াস, জয়নাল আবেদীন, মোহাম্মদ হানিফ, মো. আজিম ও মোহাম্মদ শহীদ নামের পাঁচ ভাইয়ের বসত ঘর ও ঘরের সাথে লাগোয়া তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। তারা সবাই মৃত নুর আলমের সন্তান। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মতিন্দ্রলাল ত্রিপুরা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। একটি মুদি দোকান থেকে শুরু হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।