জেলার সীতাকুণ্ড ফৌজদারহাট-বন্দর লিংক রোড়ে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দিয়ে সরকারের অবৈধভাবে দখলে নেয়া ১৯৪.১৮ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। এ জমির মূল্য প্রায় এক হাজার কোটি টাকারও বেশি বলে জানা গেছে।
আজ বুধবার দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালত অভিযান করেন সীতাকুণ্ডের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম। সকাল সাড়ে ১০ থেকে অভিযান শুরু করে চলে বেলা ৩ টা পর্যন্ত।
অভিযানে শুকতারা রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্টুরেন্ট , দোকান- প্রতিষ্ঠান সহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়াও বিশালাকৃতির দৃষ্টিনন্দন দুটি পুকুর সহ সর্বমোট ১৯৪.১৮ একর সরকারি জায়গা সরকারের নিয়ন্ত্রণে এনে লাল পতাকা ও সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে পরিদর্শনে করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুন্ড মো: শাহাদাত হোসেন। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এ স্থাপনা গুলো অবৈধভাবে স্থাপন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা রমরমা ব্যবসা করে আসছে।

উচ্ছেদ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে চট্টগ্রাম মহানগরীর একেবারেই সন্নিকটে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ও মেরিন ড্রাইভ রোড সংলগ্ন ১৯৪.১৮ একর সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারের দখলে নিয়ে আসা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসক, চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, আমরা সরকারী সম্পত্তি রক্ষায় বদ্ধপরিকর। যেখানেই অবৈধ দখলদার পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আজ সীতাকুণ্ডের ফৌজদারদার হাট এলাকায় ১৯৪.১৮ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এখানেজনস্বার্থে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম করা হবে।