
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি পাহাড়ের পাদদেশ থেকে সুমন দাশ শিশির (৫৫) নামে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ত্রিপুরা সুন্দরী এলাকা বাটানা পাহাড়ের ঢাল সংলগ্ন কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা কোন সন্ত্রাসী গ্রুপ সুমন দাশকে গুলি করে হত্যা করেছে।
নিহত কৃষকের নাম সুমন দে শিশির (৫৫)। তিনি রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড লক্ষীছড়া গ্রামের দুর্গাচরণ দে’র ছেলে। তবে সুমন দাশের বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে থাকতেন। সেখানে কৃষিকাজ করে চলতেন। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এলাকাবাসী জানায়, পাহাড়ের জমিতে সবজি ও পান চাষ করার কারণে রাতে সেখানেই থাকতেন সুমন। তবে রাতে অবস্থান না করার জন্য সন্ত্রাসীরা তাকে একাধিকবার হুমকি-ধমকি দিয়ে সতর্ক করেছিল।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, আজ সকালে ওই জমিতে মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। কপালের মাঝখানে একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করছি গুলি করে কেউ হত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার লাশটি ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।