ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকসে কার্ভাডভ্যান চাপায় পরিবহণ মালিক নিহত: ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি- গুগল স্ট্রিটভিউ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

জেলার সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত কেডিএস লজিস্টিকস ডিপোতে কাভার্ডভ্যান চাপায় মোহাম্মদ হোসাইন মুন্না (৩৬) নামে পরিবহণ মালিকের মৃত্যু ঘটনায় ডিপোর ব্যবস্থাপকসহ চারজনকে আসামি করা হয়েছে।

গতকাল বুধবার রাতে দায়িত্ব অবহেলার অভিযোগে এনে নিহত মুন্নার ছোট ভাই ইমাম হোসেন নিশু বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত সোমবার বিকেলে সীতাকুণ্ডের কেডিএস কন্টেইনার ডিপোতে কাভার্ডভ্যান চাপায় গুরুত্বর আহত হয় মোহাম্মদ হোসাইন মুন্না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন—ডিপোর ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন (৩৫), পরিবহন শাখার কর্মকর্তা আবদুর রহমান (৩৫) ও সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আফছার (৩৫) ও কাভার্ডভ্যান চালক রবিউল হোসেন (৩০)।

আরও খবর- সীতাকুণ্ডে কেডিএস ডিপোতে বস্তা চাপায় সিএন্ডএফ কর্মচারীসহ নিহত-২

মামলার বিষটির নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, কেডিএস ডিপুতে দুর্ঘটনায় নিহত মুন্নার মরদেহের ‘ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিহত যুবক চাঁদপুর জেলার সদর থানার বাবুরহাট এলাকার হান্নান মিয়াজীর ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাভার্ডভ্যানে করে রপ্তানিপণ্য নিয়ে গত সোমবার বিকেলে সীতাকুণ্ডের কেডিএস কন্টেইনার ডিপোতে যান কাভার্ডভ্যান মালিক মোহাম্মদ হোসাইন মুন্না। তাঁর মালিকানাধীন গাড়িতে চালক ছিলেন রবিউল হোসেন। সন্ধ্যায় ডিপো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে মালামাল নামানোর কাজ শুরু হয়। ডিপোর সিগন্যালম্যান, অপারেটর ও স্টাফদের নির্দেশনা অনুযায়ী কাজ করেন কাভার্ডভ্যান চালক রবিউল। ডিপো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে কাভার্ডভ্যানের চাপায় পড়ে মোহাম্মদ হোসাইন গুরুতর আহত হন। দুর্ঘটনা পরবর্তীতে ডিপো কর্তৃপক্ষ কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করেননি। তারা আহত হোসাইনকে কাভার্ডভ্যানে করে চালককে দিয়ে কনটেইনার ডিপো থেকে বের করে দেয়। পরে চালক তাঁকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। কিন্তু আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print