
বকেয়া বেতন আদায়ের দাবিতে আমরণ অনশন পালন করছে হাবিব গ্রুপের কর্মকর্তা ও কর্মচারিরা।
আজ রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে নগরীর কোতোয়ালী থানার লাভলেইন এলাকায় হাবিব গ্রুপের অফিসের সামনে এ অনশন শুরু করে প্রতিষ্ঠানটির শতাধিক শ্রমিক কর্মচারী।
অনশনকারীরা বলেন, ২০২১ সাল থেকে আমাদের বেতন বকেয়া। কোম্পানি আমাদেরকে বিভিন্ন সময় বকেয়া বেতন পরিশোধ করার লিখিত আশ্বাস দিয়েছিল। কিন্তুু আমাদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা না দিয়ে ওদের বিলাসবহুল গাড়ি, বাড়ি ব্যবহার করছে। আমরা শ্রমিক কর্মচারিরা মানবেতর জীবনযাপন করছি।
তারা বলেন, আমাদের এমডি সালমান হাবিব বিগত নভেম্বরে টাকা পরিশোধ করবে বলে ১০০% প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তুু আমাদের কোন বকেয়া টাকা দেননি। এই অবস্থায় আমাদের মৌলিক চাহিদা পুরনে অক্কম হয়ে মানবেতর জীবনযাপন করতেছি। তাই আমরা নিরুপায় হয়ে আজ থেকে আমরণ অনশন শুরু করেছি। আমাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে।