
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইউনিয়নের সাগর উপকুলে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ (৪০) উদ্ধার করেছে নৌপুলিশ।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোডের পশ্চিমে সাগর উপকুলে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধ গলিত একটি লাশটি পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এর আগে বিকাল ৪টার সময় সাগর উপকুলে ভেসে আসা অর্ধগলিত মৃতদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রশিদের নেতৃত্ব নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
এব্যাপারে কুমিরা নৌ পুলিশের এসআই এনামুল হক বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছি ভাটিয়ারী সাগর উপকুল থেকে। লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এছাড়া লাশের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।