চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোড দলীয় ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে ছাত্রদল যুবদলের দুই গ্রুপের গোলাগুলিতে মোঃ সাজ্জাদ হোসেন নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। এ সময় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে মেয়র ডা. শাহাদাত ও তাঁর অনুসারী এমদাদুল হক বাদশার অনুসারীদের সঙ্গে কেন্দ্রিয় বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলালের অনুসারী হুমায়ুন রশিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তবে যুবদল নেতা হুমায়ন রশিদের মতে যুবদলের ব্যানারে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে আমাদের একজনকে হত্যা করেছে।
জানা গেছে মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে স্থানীয় যুবদল নেতা বাদশার অনুসারীরা বাকলিয়া এক্সেস রোড থেকে বিভিন্ন ব্যানার খুলে ফেলতে চাইলে প্রতিপক্ষ লোকজন তাতে বাধা দেয়। এই নিয়ে বিপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।
এই ব্যাপারে বাকলিয়া থানায় বারবার ফোন করা হলেও ওসি ফোন রিসিভ করেননি।
