ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীনতা সংগ্রাম ও চট্টগ্রাম যুববিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্যসেন ও তাঁর সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারের ৯২ তম ফাঁসি দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাসদ (মার্কসবাদী)।
সোমবার (১২ জানুয়ারি) নগরীর জেএমসেন হল চত্বরে সূর্যসেনের ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম-৯ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী এডভোকেট শফিউদ্দিন কবির আবিদ, জেলা কমিটির সদস্য ও চট্টগ্রাম -১০ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী আসমা আক্তার, জেলা কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে মনোনীত প্রার্থী দীপা মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরীর সহ-সভাপতি পুষ্পিতা নাথ, সাধারণ সম্পাদক নেভী দে, আবদুল্লাহ মুস্তাকিম প্রমুখ।
এরপর চট্টগ্রাম জেলা কারাগারে অবস্থিত সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির মঞ্চে স্থাপিত ম্যুরালেও দলের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।
