মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায়এক নারী নিহত হয়েছে। নিহতের নাম ফাতেমা বেগম (৫৫)। এঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। এসময় অতিরিক্ত গতির কারনে মাইক্রোবাসটি উল্টে দুর্ঘটনায় পতিত হয়। নিহত নারী কনের নানী বলে জানা গেছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হাবিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
