চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, আগামী নির্বাচন গণতন্ত্রে পথে উত্তরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষের যে দীর্ঘ প্রতীক্ষা, ১২ই ফেব্রুয়ারী সে অপেক্ষার অবসান ঘটবে। জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে। গণতন্ত্রকে হরণ করে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল আওয়ামী লীগ। কৃতকর্মের কারণে আজকে তারাই নির্বাসিত। আগামী দিনে জনগণের ভোট নিয়ে আর কোন ছিনিমিনি খেলা হবেনা। এদেশে আর কোন সাজানো নির্বাচন, আমি-ডামির নির্বাচন, দিনের ভোট রাতে হতে দেওয়া হবেনা। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলসহ নানান শ্রেণী-পেশার মানুষের আত্মত্যাগ রয়েছে। তাদের এই আত্মত্যাগ আগামী দিনের পথচলায় সাহস ও প্রেরণা জুগাবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডস্থ চাক্তাই ভেড়া মার্কেট, নতুন ফিশারীঘাট, নবাব খান কলোনী, উকিল কলোনী ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শ আমাদের রাজনীতির মূল প্রেরণা। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, তারেক রহমান এর নেতৃত্বে সে বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।
৩৫নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, সদস্য এসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, সাবেক যুগ্ম সম্পাদক মনজুর আলম মন্জু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুল আকতার সওদাগর, সাবেক সভাপতি এস এম মফিজ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিমউদদীন মিন্টু, সাবেক সহ সভাপতি আলহাজ্ব ইউসুফ খান।
বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার ও ছাত্রদলনেতা আরিফুল ইসলাম আরিফ এর পরিচালনায় বক্তব্য দেন বিএনপি নেতা বেলাল উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি মাওলানা মজিবুর,জালাল উদ্দিন, বেলাল হোসেন বেলাল, হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ সভাপতি রফিকুল আলম, প্রবীণ বিএনপি নেতা কাদের। এসময় উপস্থিত ছিলেন ডা. হারুন, রব মিয়া, মো. আলী, যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনি, সেলিম খান, এইচ মুনসুর, রাসেল, তৈয়ব,নাছির রবিউল, মুন্না, আলমগীর, মাঈনউদ্দিন,হালিম, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জুয়েল রানা কালু, শ্রমিকদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহেদ, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাধারণ শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক আবদুর সাত্তার, মো. হোসেন সওদাগর, বেলাল সও., আল আমিন, স্বেচ্ছাসেবকদল এর সদস্য সচিব মনিরুল ইসলাম আবির, যুগ্ম আহবায়ক মিরাজ সাকিব, আমিন, সালাউদ্দিন, মোমিন, জাফর, জামাল, খোকন, কাইছার, সৌরভ, রিদয়, ম্ন্নাান, ইদ্রিস, রুবেল, ইমন, মন্জুর, ছৈয়দ, ইমরান প্রমুখ।
