গুম-খুনের শিকার পরিবারের পাশে সর্বদা বিএনপি থাকবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যারা গণতন্ত্রকে ব্যাহত করবে তাদের বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্র করতে চাচ্ছে, তবে কোন ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিগত আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা ও বক্তব্য শোনার পাশাপাশি তাদের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
