ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) মিলনায়তনে আয়োজিত টিসিজেএ-ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ডে অংশীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “তারেক রহমানের জনসভা একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এই জনসভা চট্টগ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণমানুষের মিলনমেলায় পরিণত হবে।” তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফল ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পিএস নুরুল আজিম হিরু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভুঁইয়া, টিসিজেএর সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন এবং নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে টিসিজেএর নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অংশীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print