ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফুয়াদ-শাফিনের বাকযুদ্ধ! (ভিডিও)

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শাফিন আহমেদ ও ফায়াদ হাসান।

ঘটনার সূত্রপাত করেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। মাইলস ব্যান্ডের গায়ক শাফিন আহমেদকে উদ্দেশ্য করে একটি স্ন্যাপচ্যাট প্রকাশ করেছিলেন তিনি। এর জবাব দিয়েছেন শাফিন। এদিকে শাফিনের ভক্তরা ‘আপত্তিকর’ স্ন্যাপচ্যাটের জের ধরে গালগাল করছেন ফুয়াদকে।

‘হ্যালো আমি ‌‘শ্যাফ’ বলছি, শাফিন আহমেদ। তোমরা যখন লুঙ্গি পর তখন আমি জার্মানি থেকে লেদার প্যান্ট নিয়ে এসেছি বাংলাদেশে প্রথম আমার জন্য। না হলে তোমরা এখন লুঙ্গি পরে গামছা বেঁধে, হারমোনিয়াম-তবলা নিয়ে ঘনসংগীত (গণসংগীত) করতে।’

দেশের অন্যতম জনপ্রিয় রক তারকা শাফিন আহমেদের কণ্ঠ নকল করে গেল ৬ এপ্রিল অরুচিকর কথাসমৃদ্ধ একটি সেলফি ভিডিও প্রকাশ করেছেন ফুয়াদ আল মুক্তাদির। যিনি এখন যুক্তরাষ্ট্র প্রবাসী।
ঐ ভিডিওতে ফুয়াদ নিজের মাথায় বিড়ালের কান লাগিয়ে শাফিনের কণ্ঠে আরও বলেন, ‘বুঝতে হবে আমাদের অবদান। ব্যান্ড সংগীত কী সেটা আমি বুঝেয়িছি। রক দিয়েছি, টপ দিয়েছে, আধুনিক দিয়েছি। তোমাদের ফ্যাশন আমি শিখিয়েছি, বেজ গিটারের সঙ্গে কীভাবে রুমাল বাঁধতে হয় আমি শিখিয়েছি।’
এদিকে মাইলস ব্যান্ডের অন্যতম তিন সদস্য হামিন আহমেদ, মানাম আহমেদ ও জুয়েল সম্পর্কেও কথা বলতে ছাড়েননি ফুয়াদ। তিনি বলেন, ‘আমি মানামকে কিবোর্ড বাজানো শিখিয়েছি। আমি আসার আগে মানাম হারমোনিয়াম বাজাতো। আামি জুয়েলকে গিটার বাজানো শিখিয়েছি। ইভেন আমি হামিমকে হামিং দেওয়া শিখিয়েছি আমার গানের সঙ্গে!’

ফুয়াদ শাফিন আহমেদের হয়ে ভিডিওতে নিজেকে লিজেন্ড বলেও দাবি করেন। বলেন, ‘‘বুঝতে হবে লিজেন্ড অনলি ওয়ান খান, অ্যান্ড দ্যাট ইজ শাফিন খান (আহমেদ)। তোমরা যখন ‘নিঃস্ব’ ছিলে তখন শাফিন তোমাদের সব দিয়ে দিয়েছে আর ‘শেষ বিকেলের আলোয়’ ‘ধিকি ধিকি’ করে দিয়েছে। মানুষকে লিজেন্ড বলার আগে ভেবে চিন্তে বলবে… আই শাফিন ইজ অনলি লিজেন্ড! তাই যা বলছি মন দিয়ে শোন, যখন স্টেজে গান করবে তখন, একবার টুপি খুলে শাফিনকে সালাম দিয়ে গান করবে।’’

দু’জনার ভিডিও বার্তাটি এখানে:

এদিকে ফুয়াদের এমন বিব্রতকর ভিডিও বার্তাটি গতকাল (৭ এপ্রিল) ফেসবুকে ভাইরাল হতে থাকে। যার সূত্র ধরে পুরো সংগীতাঙ্গন প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে উঠে। অতঃপর ৭ এপ্রিল রাতে শাফিন আহমেদ ফুয়াদের উদ্দেশ্যে একটি পাল্টা ভিডিও বার্তা পোস্ট করেন ফেসবুকে।

তিনি বলেন, ‘আমি এ ভিডিও বার্তাটি দিচ্ছি ফুয়াদের জন্য। আমি তাকে ট্যালেন্টড মনে করেছি। কিন্তু মাথা নষ্ট হয়ে গেলে তো কিছু হবে না। মাথা ঠিক রাখতে হবে। ফুয়াদের থেকে আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম, আমাকে নিয়ে জোক করছে। হাও ফুলিশ! ইউ পিকড অন মি টু জোক উইথ? ইউ পিকড অন মি টু ফান উইথ? ইউ পিকড রং পারসন! কিন্তু তোমাকে আমার কাছে মাফ চাইতে হবে।’

ক্ষুব্ধ শাফিন আরও বলেন, ‘হু ইজ লিজেন্ড? তারপরও বলি বাংলাদেশের মিউজিক সিনে মানুষ একজনকেই লিজেন্ড হিসেবে ভাবে। তাহলে কে হতে পারে সেই লিজেন্ড? হু? ভাবো। আমি বলব না। তোমাকে ভাবতে হবে। আমার ভক্তরা আমাকে বলছেন, শাফিন ভাই, মাফ করে দেন। যা করেছে, করেছে। আমার ম্যাচিয়র্ড ভক্তদের রিকোয়েস্ট রেখে আমি তোমাকে মাফ করে দিলাম। তবে ইগনোর করতে পারব না। এই বিষয়টি মিনিমাম একমাস আমাকে বিরক্ত করবে।’

এখানেই শেষ নয় নরম কণ্ঠের শাফিন আহমেদ। হালকা হুমকিও ছেড়ে দেন ভিডিওর শেষে এসে। ফুয়াদকে বলেন, ‘জেনে রেখো, আই অ্যাম দ্য গ্রেটেস্ট। দ্যাট এভার কেম। ওকে মিস্টার ফুয়াদ? তুমি যদি বাংলাদেশে আসার কথা চিন্তা কর, তার আগে দু’একবার ভেবে দেখো।’

এদিকে এ বিষয়ে শাফিন আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সবই তো দেখতে পারছেন ফেসবুকে। কী আর বলবো। আমিও আমার উত্তর ভিডিওতে দিয়েছি। ও ছোট মানুষ। ভুল করে ফেলেছে। আশা করছি বিষয়টি সুরাহা করে ফেলবো আমরা। তবে আমি অনুরোধ করছি এই ঘটনার প্রতি সবাইকে একটু নজর রাখতে। একটা ভালো ফলাফল আসবে শিগগিরই।’

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print