ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীর ১৩ দোকানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও কাপড়ের মূল্যসহ সকল পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে  চট্টগ্রাম  জেলা প্রশাসন বাজার মনিটরিং টিমের সদস্য রবিবার নগরীরনগরীর রিয়াজুদ্দিন বাজার,কর্ণফুলী মার্কেট (চৌমুহনী, আগ্রাবাদ), কর্ণেলহাট এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ১৩ টি বিভিন্ন  দোকানকে অর্ধ লক্ষাধিক টাকা অর্থদন্ড করেছে।

জেলার পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী, শান্তা রহমান ও আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে দুপুর থেকে তিনটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

জেলার প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে রিয়াজউদ্দিন বাজারে মনিটরিং কার্যক্রমের সময় ৫ টি দোকানকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায়,ওজনে কারচুপি এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির জন্য ৩২ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

এদিকে আগ্রাবাদ, চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে অন্য আরেকটি বাজার মনিটরিং কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার নেতৃত্বে জেলা প্রশাসন, বিএসটিআই পরিদর্শক ও ক্যাব চট্টগ্রাম প্রতিনিধি, এবং এপবিএন এর সহযোগীতায় পণ্যের অতিরিক্ত মূল্য, ওজনে কারচুপি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭ টি মামলায় ৭ টি দোকানকে ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

.

এছাড়া নগরীর কর্ণেলহাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান কাঁচাবাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় একটি দোকানকে ২০০০ টাকা জরিমানা করেন। অভিযান কার্যক্রমের তিনি বাজারের দোকান গুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণে সতর্ক করেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল পণ্য ও ভেজালে খাবার সামগ্রী নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টিম তাঁদের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখবেন। পণ্য বাজার যাতে অস্থিতিশীল না হয় সেদিকে জেলা প্রশাসন এর বাজার মনিটরিং সজাগ দৃষ্টি রাখছেন জানান জেলা প্রশাসন।

এসময় একাধিক দোকানী বিভিন্ন অজুহাতে এই রমজানে ও মৌসুম(গরম) বেশী বলে ক্রেতাদের কাছ থেকে বেশী মূল্য আদায় করার তীব্র অভিযোগ পাওয়া গেছে।

অভিযানের সময় ক্যাব প্রতিনিধি, বাজার কমিটির সদস্যগণ এবং আইন-শৃংখলা বাহিনীর পক্ষে র্যা ব সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print