
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি বসতঘর। আজ সোমবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর দাসপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওর্য়াডের সদস্য মো. হাছান চৌধুরী জানান, দুপুরে হঠাৎ আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। তার আগেই আগুনে কমল দাস, সুমন দাস, মিলন দাস, ঝণ্টু দাস, মন্টু দাস, বানেশ্বর দাস, রামচন্দ্র দাস ও পরীক্ষিত দাসে বসতঘর পুড়ে গেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনিরুল জানান, ছয় পরিবারে কাঁচা মাটির দোতলা ঘরের প্রায় ৩০টি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় আধ ঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত নিরুপণ করা যায়নি বলে জানিয়েছেন ।