
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজারস্থ রানীর দীঘি (পুকুর) থেকে শতাধিক রাউন্ড গুলি উদ্ধারের পর এবার ড্রামভর্তি এক অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার বেলা ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায় লোকজন পুকুরে নামলে লোহার ড্রামটির সন্ধান পায়। কিন্তু অনেক চেষ্টা করেও ভারী ড্রামটি পানি থেকে তুলতে পারেনি। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশও চেষ্টা করে ড্রাম তুলতে না পেরে ফায়ার সার্ভিস এসে ড্রামটি পাড়ে তোলে। দুই পার্শ্বে মূখ সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়া ড্রাম থেকে প্রচুর দুর্গন্ধ বের হতে থাকে। পরে মেশিনের সাহায্যে পুলিশ ড্রামের মুখ কাটার পর ভীতর থেকে অজ্ঞাত পুরুষের গলিত লাশ বেরিয়ে আসে। এলাকার শত শত মানুষ উপস্থিত হলেও লাশটি সনাক্ত করা যায়নি।

সিএমপির কোতোয়ালী থানার ওসি মু. জসিম উদ্দিন জানান, স্থানীয়রা ড্রামটি দেখতে পেয়ে আমাদের জানালে আমরা গিয়ে তা উদ্ধার করি। ডামের ভেতরে পাওয়া লাশটি সনাক্ত করার চেষ্টা এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য চলতি বছরের ৩ মে এ রাণীর দীঘি থেকে গোয়েন্দা পুলিশ বস্তাভর্তি বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছিল। পরে বস্তা খুলে পাওয়া যায় শতাধিক রাউন্ড পয়েন্ট ২২ বোরের পিস্তলের গুলি।
*এনায়েত বাজারের পুকুর থেকে শতাধিক রাউণ্ড গুলি উদ্ধার