
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার সেন্ট প্ল্যাসিড’স হাই স্কুলের লাইব্রেরীর আলমিরা পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম জয়দেব দত্ত (১২) । সে পাথরঘাটা এলাকার দেবাশীষ দত্তের ছেলে।
আজ রবিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বলেন, লাইব্রেরীতে হাটাহাটি করার সময় দুর্ঘটনাবশত একটি আলমিরা জয়দেবের ওপর পড়ে। গুরুতর আহতবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন।