
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৪৮মত জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকাল ৪টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, খুলশী থানা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান দিদার, হালিশহর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ কবির সহ নগরীর থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। কিন্তু আওয়ামী নেতারা পালিয়ে যাওয়ার মিথ্যা প্রচারনায় ব্যস্ত। চিকিৎসা শেষে দেশনেত্রী দেশে ফিরে এসে সহায়ক সরকার পুনরুদ্ধারে সঠিক নির্দেশনা প্রদান করবেন।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই নির্দেশনা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকতে হবে। আলোচনা শেষে বেগম জিয়ার সুস্থতা ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন নাসিমন ভবনস্থ মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন।