বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি মালমাল আত্মসাৎ করার দায়ে ২৩ বছর আগে দায়েরকৃত এক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নির্মল বিশ্বাস (৬৫) নামের এ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত নির্মল বিশ্বাস আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের বেয়াই মার্কেট এলাকার বিজয় কৃষ্ণ বিশ্বাসের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে সাবেক এ সদস্যকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান থানার সহকারী উপ-পরিদর্শক মো. কামাল উদ্দিন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী নির্মল বিশ্বাসের বিরুদ্ধে ১৯৯৪ সালে (মামলা নং ৯-১১/১৯৯৪ ইং) সরকারি মালামাল আত্মসাৎ করার অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা বোয়ালখালী থানায় আসে জানিয়ে বলেন, গ্রেফতারকৃত নির্মল বিশ্বাসের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের দণ্ডবিধি ৪০৯ এর ৫(২) ধারায় মামলা রয়েছে। তিনি এতো বছর পালাতক ছিলেন।