
চট্টগ্রাম মহানগরীতে বন্দর থানাধীন এলাকায় অতিরিক্ত মদপান করে বিধান চৌধুরী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে বন্দর থানার বারিক বিল্ডিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিধান নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকার কৃষ্ণপদ চৌধুরীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, অতিরিক্ত মদপান করে রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক যুবকে টহল পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।