ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে ’মেকানিক্যাল ডে’ উদ্‌যাপিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) বিভাগের বর্ণাঢ্য আয়োজনে ‘মেকানিক্যাল ডে’ উদ্‌যাপিত হয়েছে। বিভাগটির ১২তম ব্যাচের বিদায় এবং ১৬তম ব্যাচের নবীন বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর (রবিবার) যন্ত্রকৌশল ভবনের সামনে থেকে সকাল ১১টায় আনন্দ র‌্যালীর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশলের বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন-যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সভ্যতার বিকাশের শুরু থেকেই যন্ত্রকৌশল প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। দেশের সীমিত সম্পদকে সর্বোচ্চ সদ্ব্যবহার করার ক্ষেত্রে যন্ত্রকৌশল প্রকৌশলীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। বর্তমান সময়টাকে আরো গতিশীল ও মানুষের জন্য কল্যাণকর হিসেবে গড়ে তুলতে তরুণ প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, চুয়েটের গ্র্যাজুয়েটরা বিশ্বের যে কোন গ্র্যাজুয়েটদের সাথে প্রতিযোগিতা করে নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণে সক্ষম। আমাদের লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষা-গবেষণা নিশ্চিত করা।

.

এদিকে মেকানিক্যাল ডে উপলক্ষ্যে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে “ডিজাইন এন্ড কন্ট্রোল অব লোয়ার-লাইম্ব পাওয়ারড এক্সোসকেলেটন ফর হিউম্যান মোশন এনহ্যান্সমেন্ট” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাসরুর আহম্মদ। এছাড়া পৃথক দুটি টেকনিক্যাল সেশনে ‘সেইফটি ম্যানেজমেন্ট’ বিষয়ে মিডাস সেইফটি বাংলাদেশ এর ম্যানেজার (সাপ্লাই চেইন) জনাব মোঃ ইশতিয়াক উদ্দিন কায়সার এবং ‘হাউ টু ডেভেলপ এন্টারপ্রেনারশীপ’ শিরোনামে ইউনিভারস্যাল গ্যাস লিঃ এর মহাব্যবস্থাপক জনাব মোঃ শাহাজাহান সাজু পেপার প্রেজেন্টেশন প্রদান করেন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিলো ইউনিভারস্যাল গ্যাস লিমিটেড।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print