ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে“ আইন পেশায় নারী” বিষয়ক আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সাদার্ন ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী আইন পেশা ও বিচার বিভাগে নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার ইউনিভার্সিটির হল রুমে শুরু হয়েছে। আইন পেশায় নারীদের সুযোগ, প্রতিবন্ধকতা, লিঙ্গ বৈষম্য ও চ্যালেঞ্জসহ বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগ ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)’র জাস্টিস ফর অল প্রোগ্রাম যৌথভাবে এ আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রথম দিনে ইউনিভার্সিটি এক্সপেরিয়েন্স শেয়ারিং অ্যান্ড ডিস্কাশন মিটিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা । আরও উপস্থিত ছিলেন ইউএসএইড’র জাস্টিস ফর অল প্রোগ্রাম’র লিগ্যাল অফিসার মো. আরিফুল ইসলাম, সিনিয়র সহকারি জজ ফারহানা ইয়াসমিন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় প্রধান এডভোকেট দিল আফরোজ, আইন বিভাগের প্রধান মর্তুজা ইসলাম তারেক ও আইন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, যেকোন কাজে প্রথমে নারীরা নিজ পরিবার থেকে বাধাপ্রাপ্ত হয় সুতরাং প্রতিবন্ধকতা থাকবে- তাই বলে থেমে থাকা যাবে না। নারী পুরুষ সবাই সমান এখানে যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। আইন পেশায় যারা সফলতা পেয়েছেন তাদের পথ অনুসরণ করতে হবে।

প্রফেসর মহিউদ্দিন খালেদ বলেন, মহিলা আইনজীবীদের কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা, লিঙ্গ বৈষম্য ও বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আইনের ডিগ্রি নিয়েও এসব প্রতিবন্ধকতার কারণে অনেক নারী আইন পেশায় টিকে থাকতে পারে না। নারীদের মনে রাখতে হবে সব বাধা পেরিয়ে নিজের অবস্থান মজবুত করতে হবে।

অনুষ্ঠানে ওম্যান ইন জাস্টিস এর উপর একটি ডকুমেন্টারি দেখানো হয়। অলোচকবৃন্দ উল্লেখিত বিষয়ের বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোচনা করেন। লিগ্যাল অফিসার মো. আরিফুল ইসলাম-শেয়ারিং ফাইন্ডিংস অব দি সার্ভে রিপোর্টঃ ফাইন্ডিং আওয়ার ভয়েস, সিনিয়র সহকারি জজ ফারহানা ইয়াসমিন -প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ ইন জুডিশিয়ারি ফর ফিমেল ‘ল’ স্টুডেন্টস, এডভোকেট দিল আফরোজ -প্রেকটিক্যাল অবস্টাকেলস অ্যান্ড অপরচুনটি ইন লিগ্যাল প্রফেশন ফর ওমেনস এবং আইন বিভাগের শিক্ষক ওমর ফারুক -ইমপরটেন্স অব মেন্টরশিপ ইন লিগ্যাল প্রফেশন বিষয়ে আলোকপাত করেন। পরে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আইন বিভাগের প্রধান মর্তুজা ইসলাম তারেক।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print