
চট্টগ্রাম মহানগরীর নগরীর ইপিজেড থানাধীন এনসিটি গেইট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের একটি বাস জব্দ করে পুলিশ। এ সময় বাসটির মালিক ও সুপারভাইজারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১২টা দিকে পুলিশ এই অভিযান পরিচালনা চালায়।

আটককৃতরা হলেন-(১)বাসটির মালিক কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত সৈয়দ হোসেনের পুত্র মো:জুবায়ের (২৭),বাসটির সুপারভাইজার কক্সবাজার জেলার চকরিয়া থানার মৃত শাহ আলমের পুত্র মো: করিম (২৮), বাসটির দুই হেলপার একই জেলার মো:বেলালের পুত্র মো:মিনার (২২) ও মো: আব্দুর রাজ্জাকের পুত্র মো: রুবেল (১৮)।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার এস আই নাসিম পাঠক ডট নিউজকে জানায়, আমাদের কাছে তথ্য ছিল শ্যামলী পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে যায়। আর সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা বাসটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। এসময় বাসটিতে কোন যাত্রী না থাকলেও মাদক পাচারে জড়িত বাসটির মালিক সুপারভাইজার হেলপারসহ ৪জনকে আটক করা হয়।
এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।