
চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ নাজিম উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আজ সোমবার ভোরে নগরীর ষোলশহর রেলষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো অঞ্চলের উপ পরিচালক শামীম আহম্মেদ জানান, তথ্যের ভিত্তিতে ষোলশহর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটক নাজিম উদ্দিন তালিকাভূক্ত একজন মাদক ব্যবসায়ী।
ইয়াবাগুলো দোহাজারী থেকে বিক্রির জন্য শহরে নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবে জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।