
চট্টগ্রামের রাউজান উপজেলায় মানষিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম আবু
তৈয়ব (২২)।
গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার এ ঘটনা ঘটেছে। নিহত তৈয়ব তৈয়ব একই এলাকার আব্দুল মোমীনের দ্বিতীয় পুত্র।
রাউজান থানা পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত ৯টার দিকে তার নিজ ঘরে শাড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি প্রেমঘটিত কারণে আবু তৈয়ব আত্মহত্যা করেছে বলে দাবি করলেও মা নূর আক্তার বলেন, ‘আমার সন্তান চার বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। তাঁর চিকিৎসার জন্য প্রায় দেড় লক্ষ টাকা খরচ করেছি তবুও সে স্বাভাবিক হয়নি। কেন সে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না।’
রাউজান থানার এসআই সাইমুল বলেন, পরিবার ও স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি আত্মহননকারী যুবক ভারসাম্যহীন ছিল। নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য থানায় লিখিত আবেদন করলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।