
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় মোহাম্মদ আবদুর রব (৪৪) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার (৯ অক্টোবর) রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রাত ১১টার দিকে আবদুর রব তার কর্মস্থল ফৌজদার হাটে বিষপান করেন।
গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনার পর রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম।
তিনি জানান, পারিবারিক অশান্তির কারণে আবদুর রব আত্মহত্যা করতে পারেন। তার গ্রামের বাড়ি ভোলাভ তবে পরিবার নিয়ে নগরীর ফয়’স লেক এলাকার ভাড়া বাসায় থাকেন। তিনি ফৌজদারহাট এলাকায় বিভিন্ন মালিকের জায়গা দেখাশোনা করতেন।