
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পোস্তার পাড় এলাকা থেকে অস্ত্রসহ গোলাম সরওয়ার মিলনকে (৩৬) নামে একাধিক মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিলন নগরীতে দীর্ঘদিন যাবত চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের জড়িত।
শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে ছিনতাইকারীদের ‘হামকা গ্রুপের’ প্রধান বলে জানিয়েছে পুলিশ। তার কাছে একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মিলন দীর্ঘদিন ধরে মিলন পলাতক ছিল। ২০১২ সালে সে আরো একবার গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র, খুন, ছিনতাই ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা আছে।